কোন এক শ্রাবণ সন্ধ্যায়,
তুমি যাকে ছেড়ে ডুবেছো স্বপ্ন কুড়াতে-
চিরকালের অভ্যেসমত!
সে মেয়েটি এখন প্লাবনের জলে ভাসছে,
দুকূল ছাপিয়ে গ্রাস করেছে তার সমস্ত বর্তমানকাল।
এই তো কিছুমাস আগেও মধুবিলাসী তোমার মন ও তুমি-
দূরত্ব মাপতে বসলেই ধূ ধূ মাঠের মত শূণ্য হয়ে যেত তোমার বুক,
তাকে একটু দেখাতেই পরম তৃপ্তির আস্বাদ নিতে প্রাণ ঢেলে।
জীবন ছেঁটেছিল তার ডানা,
আর তুমি ঠেলে দিয়েছ তাকে মৃত্যু অভিমুখে!
আর দোষ দিয়েছ জন্মগত লক্ষণ চিহ্নিত করে...