প্রিয়তমা, আমি তোমারি আলপনা,
তবে কেন তুমি আনমনা?
প্রিয়তমা,আমি তোমারি কল্পনা,
তবে কেন তুমি নির্জনা?
প্রিয়তমা, তুমি আমার সুনয়না,
তবে হৃদয় খুলে কেন তুমি চাইছনা?
প্রিয়তমা, তুমি তো সৌদামিনী,
তবে মুছে ফেলে দিতে পারছনা
কেন সকল অন্ত রাগিনী?
প্রিয়তমা, তুমি তো আচার নিষ্ঠ এক রমনী।
তবে কেন তুমি আজ আত্ম দংশনী?
প্রিয়তমা, তুমি তো নও আত্ম কেন্দ্রিক।
তবে আজ কেন আমি বাহ্যিক?
প্রিয়তমা,এখনো আমি জীবিত,
তবে তুমি কেন আজ জীবন্মৃত?
প্রিয়তমা, এ পৃথিবী চিরকাল সবার নয়,
আমার এ দিন কর তুমি দুর্জয়।
প্রিয়তমা,জানি তোমার হৃদয় আজ মর্মস্পর্শী,
নেব বিদায় তাই আজ তুমি দাও
অপরূপ চাঁদ বদনে ফুটিয়ে একমুঠো রাঙা হাসি।