এসেছে ফাগুন, ফুটেছে ফুল
গাইছে ঐ অন্যপুষ্ট,
তোমার ঐ অন্তর থেকে
মুছে ফেলো সকল কষ্ট।
এসেছে ফাগুন, ফুটেছে ফুল
লতায় সবুজের সঞ্চার ।
ওগো তোমায় বলছি-
দেখাও তুমি তারুন্যের বাহার।
এসেছে ফাগুন, ফুটেছে ফুল
ঘর ছেড়েছে কপোত কপোতীরা।
কেনো তুমি ঘরে আছ ?
ভেঙ্গে ফেলো ঐ শক্ত বেড়া।
এসেছে ফাগুন, ফুটেছে ফুল
কেটে গেছে শীতের প্রকোপ,
তোমায় নিয়ে যাব পদ্মার পাড়ে
কোথায় তোমার স্বর্ণ তুরোগ ?
এসেছে ফাগুন, ফুটেছে ফুল
দেখ ঐ কলাপীর নৃত্য।
তুমি কি পার গৌরীর লাস্য নৃত্য?
এসেছে ফাগুন, ফুটেছে ফুল
দেখ খেলছে লাফিয়ে শম্বরীনন্দন ।
এ বসন্তে দিলাম আমি
তোমায় এ শান্ত গগন ।
এসেছে ফাগুন, ফুটেছে ফুল
পুব আকাশে দেখ তুমি
প্রভাকরের ঐ মধুর কিরণ।
বসন্তের এ ঊষায়
দিলাম আমি তোমায়
প্রভাতের এ প্রশান্তির শিহরণ।
এসেছে ফাগুন, ফুটেছে ফুল
শোন এ ভাগীরথীর মহাকল্লোল ।
তুমি কি জানো এ স্রতোস্বিনী হয়েছে মুগ্ধ,
দেখে আমাদের এ মধুর মিলন।
এসেছে ফাগুন, ফুটেছে ফুল
পাখির কলোকাকোলি
গঙ্গার ঐ ধ্বনি,
প্রভাতের অই সূর্যনারায়ণ,
বসন্তের এ মুক্ত গগন ।
সকলকে সাক্ষী রেখে
বলছে আমার এ হ্রদয়
মধুময় এ ধরণীতে
তুমিই যে সেই রমণী,
যাকে আমি শুধু ভালোবাসতে জানি।