তুমি আমার বাগানের স্নিগ্ধ রজনীগন্ধা ।
তোমার স্নিগ্ধতায় সুবাসিতো হয় মোর প্রাঙ্গণের সন্ধা।
তোমার ঊজ্জ্বলতায় নয়নে আমার আলো হয় সঞ্চারীত।
তোমার নৃত্যের ছন্দময়তায় মাতা পার্বতী যেন হ্রদয়ে হয় আভির্ভুত ।
তুমি আমার বাগানের স্নিগ্ধ রজনীগন্ধা ।
তুমি আজীবন রবে আমারি আত্মা ।
তুমি যদি না চাও আমার ঘরের ঠাকুরের আসনে নিজেকে উৎসর্গ করতে।
আমি কনোদিন বলবনা তোমায় নিজবৃক্ষচ্যুত হতে।
তবে কোনদিন হতে দিবোনা তোমায় ধ্বংস ।
কারণ তুমি তো আমার হ্রদয়েরই একটা  অংশ ।