ভুল ভেবেছিলাম আমি এতোদিন ।
বাহুবল দিয়ে জয়ী হতে চাইত এ হ্রদয় প্রতিদিন।
কিন্তু না! জোড় করে পাওয়া যায়না ভালোবাসা।
হেরে গিয়েছি আমি আজ, তবুও ভেঙ্গে যায়নি অন্তর আশা।
ইচ্ছাশক্তি ছিল মোর সদাই দুর্বল ।
তাইতো তুমি ফেলতে অঝরে অশ্রুজল ।
দুর্বল চিত্ত নিয়ে ভালবেসেছিলাম আমি তোমায় ।
পদে পদে বিপদগ্রস্থ হয়েও কিছু বলতে না তুমি আমায়।
ভয়কে জয় করতে পারিনি নির্লজ্জ এই  আমি ।
সেজন্য কি চলে গিয়েছ অনামিকা তুমি ?
আমার ক্রোধ কি এতই  অসহনীয় ছিল ?
নাকি আমার চিৎকার ভয়ঙ্কর ছিল?
সবকিছুই করেছিলাম তোমাকে ভালোবাসব বলে ।
একটি সুখের রাজ্য তৈরী করব বলে ।
কিন্তু শুধু দুঃস্বপ্ন দেখত ক্ষণে ক্ষণে  দুর্বল এই হ্রদয় -
হারিয়ে ফেলছি বারংবার  যে আমি তোমায় ।
তাই তো করেছি আমি অনেক তান্ডব তামাশা ।
কতো জনের প্রাণ যে  চলে যায় নেই ভরষা ।
তুমি যে করেছ ত্যাগ আমায়,  
আমার হ্রদয়ের ভীরুতা দেখে ।
এখনো যে ভালবাসে এই হ্রদয়,
প্রমাণ পাবে যদি তাকাও মোর দু’চোখে ।  
অনেক বছর পার হয়েছে অনামিকা ।
দুর্বলচিত্ত নয় এখন আমার এ মনটা ।
ক্রোধকে দমিয়ে ইছাশক্তি করেছি প্রখর।
ভয়কে দূরে ঠেলে গুনছি শান্তির প্রহর ।
সবকিছু পেয়েছি আমি এই জগত সংসারে।
ক্ষণিকের ভুলের লাগি  স্থান মিলেনি  অ্যাজও তোমার ঐ কোমল অন্তরে ।