জীবনের কুরুক্ষেত্রে আজ আমি একা ।
নেই গুরু, নেই মাধব, নেইতো চারি ভ্রাতা !
বিপর্যস্ত হ্রদয়ে যখন আমি মাতার স্মরণে !
মাতার সিদ্ধান্ত বলে মোরে -
এই যুদ্ধে তুমিই অর্জুন তুমিই শ্রীকৃষ্ণ ।
ধর্ম ও অধর্মের বিচার তোমাকেই করতে হবে পুত্র ।
করনা কো যুদ্ধ পবনের ন্যায় ।
নতুবা আজীবন জ্বলবে ধৃতরাষ্ট্র ন্যায় ।
হ্রদয়ে ধারণ করো ধর্ম, সাহস, একাগ্রতা ।
ফলাকাঙ্খা ত্যাগ করে করে যাও কর্ম ,পাবে সফলতা ।