এসেছিলাম আমি একা
যাবও চলে আমি একা
মাঝে কিছুটা সময় চেয়েছিলাম থাকতে তোমার সনে।
কি করে হবে ?
আমি যে এক ঝড়া পাতা গিয়েছিলামই ভুলে !
বাধ ভাঙ্গা স্বপ্ন দেখে জলচ্ছ্বাসে ভেসে যাই আমি প্রহরে প্রহরে ।
আমি শুধু চেয়েছিলাম তোমাকে
কিন্তু তুমি চেয়েছিলে সকলকে
তাইতো আমি ঝড়ে পড়লাম তোমার শাখা থেকে ।
আমি আত্মকেন্দ্রিক হয়েছিলাম বলে প্রকৃতি বিচ্ছেদ
ঘটালো তোমার আমার ।
ধরণীর অন্যপ্রান্তে তোমারই গুণগান হবে আমার এই রিক্ত দেহ দিয়ে ;
দেখ প্রকৃতির কি অপার বিচার !
যে দায়িত্ব দেয়া হয়েছে তোমারে হে তরুশ্রেষ্ঠা ।
উচ্ছ্বাসিত হয়ে পালন কর
ছায়া হয়ে থাকব তোমার পাশে
এ আমার দৃঢ় প্রতীজ্ঞা ।