হায়রে নিয়তি তুই আর কতো দেখাবি তোর নির্মম পরিহাস ।
গুরুর চেয়ে শ্রেষ্ঠ হবার নেশায় ব্যাকুল শিষ্য বিদ্যা গ্রহণ করে,
গুরুকে করে অপমান।
পিতার চেয়ে বিত্তশালী হয়ে পিতার হ্রদয় করে ভগ্ন ।
জেষ্ঠ্যদের চেয়ে অধিক পারদর্শিতা দেখাতে গিয়ে অহংকারে হয় নিমজ্জিত ।
ওরে নিয়তি তুই ওদের কেন বোঝাস না যে
জেষ্ঠ্যরা সেটাই চায় যেন অনুজেরা সম্পাদন করুক
তাদের অপুর্ণ কাজ যা তারা পারেনি করতে ।
কিন্তু এ কি মহাকাল ডেকে এনেছিস তুই ,
যেখানে সম্মান, মুল্যবোধ, অনুশোচনার কোন স্থান নেই ।
হা হা হা ! ধিক্কার তোদের অহংকারী সকল ।
কিন্তু তোরা চিন্তা করিসনা ! ওনাদের দ্বারা তোরা হবিনাকো কোনদিন অভিশপ্ত।
তোরা অমানুষ হলেও তোদের মানুষ হবার প্রার্থণা করে তারা দিনরাত্র ।