আমি কোমল আবার ক্ষিপ্র।
আমি নম্র আবার দুরন্ত ।
আমি বোদ্ধা আবার যোদ্ধা।
আমি যে প্রিয়জনের প্রসংসা ।
মৃত্যুকে বরণ করেছি আমি জন্ম থেকে ।
করি খেলা আমি রক্ত নিয়ে।
মস্তিস্কে ধারণ করেছি প্রস্তর ।
বুকে আমার সাহস যে প্রখর ।
হ্রদয়ে বীজ বুনেছি আমি সংস্কারের ।
সপ্ন যে আমার বিশ্ব জয়ের ।
কিন্তু বিশ্ব যে অনেক বড় ,ক্ষুদ্র আমি ।
কিন্তু জয় করছি মাতৃ হ্রদয় ,এটা আমি জানি।
পিতার আদর্শের আমি ক্ষুরধার ।
বংশ রক্ষার একমাত্র বজ্রকুঠার ।
ভগিনীর প্রতিরক্ষার ঢাল আমি।
প্রিয়তমার ভালবাসার জ্বলন্ত অগ্নি ।
মা গঙ্গা দিয়েছেন তার পবিত্র ছোয়াঁ মম হ্রদয়ে ।
ধুলিস্যাৎ করি আমি সকল পাপাত্মাকে ।
নামে আমি সুর্যের তেজদীপ্ত রশ্মি ।
বিনয়ে অঙ্কুরের চেয়ে সরল আমি ।
প্রেমে আমার হ্রদয় কপোতের চেয়ে দামি ।
নিষ্ঠুরতায় হায়নার প্রতিচ্ছবি আমি।
জন্ম নিয়েছি আমি ক্ষত্রীয় পরিবারে ।
ধর্মযুদ্ধে বিসর্জিত করব প্রাণ আমি আমারে।
যুদ্ধ করেছি মন, অন্যায়, জীবনের সনে।
ধর্ম , ধৈর্য সাহস ধারণ করি আমি মনে প্রাণে ।