পুর্ব জন্মে ছিলে তুমি বৈদ্যকণ্যা ।
নাম যে ছিল তোমার বিষ্ণূপ্রিয়া।
বাসুকীর ছোঁবল থেকে পারলেনা বাচাঁতে আমায়।
রাজদন্ড শুলে চড়ালো তোমায়।
তোমার আমার মিলন হয়নি তো সে জনমে।
এবার জন্ম হয়েছে তোমার বিষ্ণূপ্রিয়দের আলয়ে ।
তোমার উপর নির্যাতিত অভিশাপে।
এ জনমের শরীর হয়েছে আমার চিরমস্তকাবল্যে ।
এ জনমেও পেলাম না তোমায় বিষ্ণূপ্রিয়া।
আরো ৭ জনম অপেক্ষা করব,
আমি যে তোমার রাজাধিরাজ।


উৎসর্গ : বিষ্ণুপ্রিয়া