শত অশ্রু পতনের পরও শুধুমাত্র একটি নতুন ভোরের আশায় ।
তোমার পানে চাতকের মত মম হৃদয়চক্ষু অধীর আগ্রহে চায়।
বিকেল গড়িয়ে রাত্রি; ক্রমান্বয়ে এখন ঊষা।
অর্ধপ্রহর কি পরিশ্রম করতে  পারবেনা?
মহাপ্রলয়ে যা কিছু তছনছ হয়েছে; সে তো নিয়তি ।
তাই বলে পুননির্মান করতে কাঁপছে কেন হস্ত-আখিঁ?
ভালবাসি বলেই আজ তোমার সামনে অস্থির হই আমি।
শরীর কম্পিত হয়না কিন্তু হৃদয় কম্পিত হয়  সত্যি।
আমি আজও অপেক্ষায় আছি সেই  রুদ্রতেজের ।
যার আলোয় পুর্ণতা পাবে প্রত্যাশিত  সাজানো বাগানের।