মোর কাব্যকথা তুমি।
মোর কবিতার ছন্দ তুমি।
মোর অনুপ্রেরণা তুমি।
মোর ভালবাসা তুমি।
মোর গল্পের রাণী তুমি।
মোর দুঃখের সঙ্গী তুমি।
মোর তবলার বোল তুমি।
মোর গানের সুর তুমি।
মোর প্রিয়ার নৃত্যের ছন্দ তুমি।
শ্যামের বাশঁরী তুমি।
মোরে কাব্যবিলাসী করেছ তুমি।
শয়নে স্বপনে মোর আরাদ্ধ্যা তুমি।
তবে কেন খেলছো লুকোচুরি ?
এটা কি আমার নিয়তি না শাস্তি?
এ মোর আকুতি, মা সরস্বতী !
কেননা আজ সঙ্গীহীনতায় আমি।
যেয়না ছেড়ে আমায় তুমি।
নতুবা নিষ্প্রাণ হব এই আমি।