কণ্ঠে বাজে
বেদনার জল,
বুকে আগ্নেয়গিরির লাভা।
উত্তর থেকে দক্ষিণ
পূর্ব থেকে পশ্চিম
যেদিকে তাকাই
চোখে ভাসে বেদনার জল।
#
আজ‌ও ঘটে গেলো অঘটন,
গলিত শিশুর লাশ
শকুনের ঠোঁটে,
কচুরিপানার ফাঁকে
বিক্ষত নগ্ন তরুণী,
গণধর্ষিতা, নৃশংস খুন।
নরশকুনের দল
খুবলে দিয়েছে
যোনি,স্তন,অঙ্গ প্রত্যঙ্গ।
#
গুটিকতক বুড়ো,ছকড়া
জটলা টাকায় অকুস্থলে,
মাতাল,মস্তান,মোড়ল,
দুই চারজন ভদ্দললোক‌ও
আছেন বোধ হয়।
আছে কিছু
কিশোর কিশোরী,
আছেন মাঝ বয়সী লোক,
এসে গেছে পুলিশের ভ্যানে।
#
এত কালপ্রিট
তুমি জন্ম দিলে মা!
তুমি প্রসব বেদনার ক্ষত
আজ‌ও বয়ে বেড়ানো সারাক্ষণ,
আর তোমার‌ই সন্তান
ধর্ষক-খুনি-নরপিশাচ!
মাগো-
তোমার প্রতি সমবেদনা ছাড়া
কিছুইতো দেবার নেই আমার।
#
কণ্ঠে কেবল
বজ্রের ঝঙ্কার,
বুকের গুহায় আগ্নেয় লাভা।
অসহ্য এই গলিত সমাজ
হিরোশিমা হয় যদি,
মা, বেঁচে যাবে তুমি,
ওগো,
আমার জন্মভুমি!!


রচনা কাল:- ০২/৯/২০১৯
রবিবার