আমার দেশের বাতাসে
কেন এত বিষ
জন্মভূমির শিরায় শিরায়
বয়ে চলে হলাহল নদী
অরণ্যের উচ্ছ্বল মেয়ের
নগ্নশরীর ভাসে
নয়ানজুলির জলে ।

দুঃশাসনেরা ছিঁড়ে খায়
হরিণীর মতো মেয়েটিরে
ভোরের কুয়াশা মেখে
গোধূলির আভা ছুঁয়ে
যে মেয়ে কুড়িয়ে ফেরে
মহুয়ার ফুল
সে আর ফিরবে না
ফিরবে না এইখানে কোনো দিন।

সুধা বৃক্ষের শিকড় উপড়ে
মাথা তুলে দাঁড়িয়ে আছে
নির্বাক লোলুপ জনতা।