ছোট্ট থেকে ঠকছি খালি
এপ্রিল থেকে মার্চ,
সারা জীবন করছি কেবল
খাঁটি মানুষ সার্চ ।
সেখানেও তো ফুল বনেছি
আস্ত হাঁদারাম,
মুখোশ দেখে মুখ ভেবেছি
ভুগছি অবিরাম।
মিথ্যে দিয়ে ভুলিয়ে গেছে
হাজার চালাক ভূত,
আজও আমি বোকাই আছি
ভাবছি কি অদ্ভুত।
ঐ সোনামুখ ভালোবাসলে
হবে সে কি ভুল ,
অতো শত বুঝি না ভাই
আবার না হয় হলাম এপ্রিল ফুল ।।