ও নদী !
তুমি আমার জীবন ছিলেন,
আজ‌ও কি জীবন ন‌ও
এই নিঃসীম অন্ধকারে?
ঘর ভেঙেছে তোমার বুকেই
প্রিয়া গিয়েছে ভেসে
এক চিলতে উঠোন ছিলো
তাও নিয়েছো কেড়ে
উজাড় ভালোবাসায়।
ও নদী!
তুমি আমার প্রেম ছিলেন
আজ‌ও কি প্রেম ন‌ও
এই নিরেট অন্ধকারে?