অনেক আগে
সূর্য গেছে ডুবে,
পশ্চিম থেকে পূবে,
জেগে নেই আর
ঝিঁ ঝিঁ পোকারাও সব,
চতুর্দিকে প্রাণ ঘাতি উৎসব।
নির্বাসিত
মিষ্টি আলোর জোনাকি,
কাঁদে স্বপ্নের পাখি একাকি।
নক্ষত্র হীন নিবিড় অন্ধকার,
নগরে গ্রামে বন্ধ দ্বার।
গুপ্ত ঘাতক হানছে আঘাত,
নির্মেঘ আকাশে বজ্রপাত।
নোংরা হাত
প্রেম দলনে মগ্ন,
এখন অশুভ লগ্ন।
আমরা যারা পথ হাঁটি বহু দূর,
শোনাই দিন বদলের সুর।
বুকের মধ্যে ফাল্গুনি উত্তাপ,
দিকে দিকে তোলো বিপ্লবী সংলাপ।