অন্তর নদী ভাঙছে গো সখি
উথলে উঠছে ঢেউ,
মন পাখি বড়ো ছট ফট করে
আদর করে না কেউ।
কত কোলাহল জনসমুদ্রে
আপন যাপনে খুশি,
ঘর বার আজ ভেঙে চুরমার
কাঁদে শত মৌ টুসি।
ঘন নীল নীল ঐ দিগন্ত
হৃদয়ে ভাসানো ভেলা,
রুক্ষ মরুতে ছট ফট করি
সকাল সন্ধ্যা বেলা।
পাঁচিলের আঁড়ে ভূবন বানিয়ে
মানুষেরা নিশ্চুপ,
কারো হাতে হাত রাখছে না কেউ
বুকে হাজার শোকের স্তুপ।
প্রবল বাতাসে খসে পড়ে পাতা
মনের বাগানে আগুন,
কত খানি পথ এক সাথে চলে
ফুলেরা ফোটাবে ফাগুন।
কত উৎসব গজল রাগিনী
মদিরার ঘন নেশা,
ভুখা পেট জ্বলে ঘরে ঘরে কত
প্রেম হীন অমানিশা।
ঘুম নেই চোখে হাজার রজনী
আগ্নেয়গিরির জ্বালা,
বুকে আয় ওরে বুকে আয় তুই
রচি নব প্রেম মালা।