তাজা ঘাস ডুবে আছে রক্তে,
কালো পিচ-রাস্তায়
জীবনের হাহাকার,
উষ্ণ মাংসের পিন্ড
শিশুর খন্ডিত শির
ফাঁসা বুক ফাঁসা জঠর
ছিন্ন ভিন্ন প্রত্যঙ্গ
থকথকে কলজে,-
ধুলো ধোঁয়ায় মাখামাখি অনন্ত,
হাঁ ঈশ্বর!
তুমি যদি থাকতে,
এত পাপ অভিশাপ হতো তবে অন্ত


আমাজনের জল এসে
চুমু খেয়ে গঙ্গায়,
ফিরে গিয়ে কাঁদে হায়,
এক ছবি একাকার নিপীড়িত আমজন।
ভেসে যায় ডুবে যায়
নিষ্পাপ অসহায়
পুড়ে মরে আগুনে অনন্ত,
হাঁ ঈশ্বর!
তুমি যদি থাকতে,
এত পাপ অভিশাপ হতো তবে অন্ত।


রক্তে ভেসে চলে
আব্রু ও লজ্জা,
কিশোরীর তনু মনে
জ্বালা দিলো গ্যংরেপ।
চপারে কেটে কেটে খন্ডিত রমণী
পড়ে আছে সবুজ অরণ্যে,
রমণের সুখ গিলে খুন চলে অনন্ত,
হাঁ ঈশ্বর!
তুমি যদি থাকতে,
এত পাপ অভিশাপ হতো তবে অন্ত।


ধর্মের তলোয়ারে
ছারখার দুনিয়ার শান্তি,
মহামারণের অস্ত্রে
ফুল পাখি জনতা বিপন্ন।
ত্রিশূলের ত্রিফলায়
ভ্রূণ গাথা মিছিলের দম্ভ,
কেঁপে যায় পৃথিবীর স্বাভিমান।
কান্নার মহারোল বিস্তৃত আকাশে,
মগজে হত্যার এ কি ষড়যন্ত্র!
প্রতারণা লালসা চলছে অনন্ত,
হাঁ ঈশ্বর!ইস্!
তুমি যদি থাকতে,
এত পাপ অভিশাপ হতো তবে অন্ত।