ধূসর হয়ে আসে
সব রঙিন ছবি,
ক্ষুদ্র জীবন বৃত্ত,
তবুও তো
দুদন্ড শান্তি মেলে না
বটবৃক্ষের তলে।
জ্বরা দুরারোগ্য ব্যাধি,
মৃত্যুর ভ্র্ূকুটি
কেড়ে নেয় ঘুম,
এই বুঝি
প্রিয় জনের সময় হলো যাবার।
      কত ক্ষুদ্র পরিসর,
তবুও তো
মানুষ নেই মানুষের পাশে।
ডাক্তার হাসপাতাল পুলিশ নার্সিংহোম-
ড্রাকুলার মতো চুষে খায় রক্ত।
ক্রমশ ধূসর হয়ে আসে
সব রঙীন দৃশ্যপট,
জীবন নিয়ে করে কারবার
প্রাতিষ্ঠানিক দালাল।
এ কেমন মাটি
প্রেম হীন শশ্মানপুরী!!!