ঘাতক,
সময় পুড়ায় অকারণ,
জীবন ফুরায় নিষ্ফলা মাঠে,
ব্যস্ততার নির্বোধ ভান
দেখে মনে জাগে ক্রোধ।


     নরম রোদ প্রখর হয়,
ক্রমে নিষ্প্রভ হতে হতে আঁধারেই লীন।
ক্ষণিক আলোর পথে
অঢেল অপচয়
জীবনের সময়ের
প্রেম আর সৃজনের।


     শুকিয়ে ঝরে যাবার আগে
দ্যাখো-
সবুজ পাতা মৃত্তিকায়
রেখে যায় প্রাণ।