সংগোপনে পাতা ছিল ফাঁদ,
দশদিকে বিপদের
আভাস ছিলনা কোনো,
ফুলে ফুলে
পাতায় পতায়
বেজেছিল বাঁশি
সুমধুর,
সম্মুখে প্রসারিত ছিল
পরমাত্মীয়তার হাত।

    হায়!
সেতো অভিনয়,
বুঝিনাই
অভিমন্যু আমি,
বিষধর সরিসৃপ
ঘিরিছে আমায়।

    হতবাক,
অসহায় আমি,
সয়েছি বিষের জ্বালা,
ছোবলে ছোবলে
বিক্ষত আমার
ভূত
ভবিষ্যৎ
সত্তা।
জানি সময়ে শুকায় ক্ষত,
শুকায় সকল ক্ষতই?
ভুল
ভুল
ভুল
সেতো ভুল।
শত রাত গিয়েছে সাগর পার,
দগদগে ক্ষত তবু
দেয় জ্বালা আরো।
হাসি
নাচি
গাই,
গিটার বাজাই
মানুষের উষ্ণতার মাঝে।
তারপরে,
ঘরে ফিরে
প্রতি রাতে
মরে মরে যাই।

    নব অভিমন্যু আমি,
হায়!
মহাকাব্যিক মরণ
আমার জন্যে নয় ।