জ্বালা ধরা বিশ্বে
পুড়ে ছাই মানুষের অন্তর,
কালো রাত কু-ডাকে
জনপদ যেন খাক প্রান্তর।
বন্ধু ও পরিজন
প্রকৃত বন্ধুতা চায় না,
লালসার গরলে
নখ দাঁতে হিংস্র হায়েনা।
পাশবিক মতলবে
ভেসে যায় সবুজের স্বপ্ন,
ড্রাকুলার ফাঁদ পাতা
দেশময় করে অতি যত্ন।
বিষাক্ত বাতাসে
কুরে খায় হৃদয়ের উচ্ছ্বাস,
স্বার্থের লোভানলে
পুড়ে যায় মানুষের বিশ্বাস।
জীবিকার হাহাকার
তোলপাড় গলি থাকে রাজপথ,
বিজয়ের উল্লাসে
শয়তান ধ্বজা তোলে পৎপৎ।
মন্ত্রী ও ম্যানেজার
লুটে খায় জনতার রক্ত,
লাইনে লাইনে
দাঁড়িয়ে মানুষ বিরক্ত।
কর্মস্থলে চলে
রাম রহিম যদুদের দ্বন্দ্ব,
মত্ততা গালাগাল
বিবেকের দরজাটা বন্ধ।
পরিবার সমাজে
কেউ আর কাছাকাছি নেই তো,
হিংসার জ্বালা বুকে
মরণই পরিণাম সেইতো।
চোখ খুলি চোখ বুজি
তারপর বেজে যাবে ঘন্টা,
শান্তিটা তবু নেই
কষ্টে ভরে থাকে মনটা।
মন বন মরুভূমি
মুক্তির বাণী আর শুনি না,
হাঁসফাঁস দিন যায় রাত যায়
স্বপ্নের বৃথা জ্বাল বুনি না।