ভুলে থাকো অনাহার
বেকারী ও স্বাস্থ্য ,
ভেদাভেদ রাজনীতি
আঁধারেই ব্যস্ত ।
জনতাও নেশাতুর
ধর্মের আফিমের ,
মানবতা সখ্যতা
পুঁতে রেখে কফিনে ।
হাইটেক ডিজিটালে
ধর্মীয় জল্লাদ ,
কন্ট্রোল করে দেশ
কী যে বড়ো আহ্লাদ !
চারিদিকে হুল্লোড়
উন্মাদ জনতার ,
চোলাইয়ের ঘোরে চলে
মশগুল ভণিতার ।
এখানেই মসজিদ
শ্রীরামের চৌকাঠ ,
চলছে তো লড়ালড়ি
মানবতা চৌপাট ।
অভাগার এ দেশে
শিশু মরে হররোজ ,
দুধ বিনে কত শত
রাখেনি তো কেউ খোঁজ ।
বিষ নেশা ধর্মের
তবু ছিলো ভাগ্যিস ,
তা না হলে কী যে হতো
ফুটতো কি নার্গিস ?
ধর্ম বর্ণ নাহলে কি
জীবনটা হয়ে যেতো গদ্য ?
শতদল সরোবরে
ফুটতো না সদ্য ?
সাত পাঁচ ভেবে ভেবে
মাথা ঘোরে বনবন ,
চারিদিকে মশা মাছি
ওড়ে শুধু ভনভন ।
বুলবুল,আয়লায়
রোগে ভোগে দুখিরা ,
সে ব্যাপারে চুপচাপ
বুড়ো খোকা খুকিরা ।
মন্দির মসজিদ
পুড়ে যাক সাহারায় ,
মানুষের পাশে থাকো
জেগে থাকো পাহারায় ।