সবখানেই কেবলই যোগসাজশ, যোগের সাথে
হাত বাড়ালেই কেবল যোগের উল্লাস ধ্বনি বর্ষিত
যোজনের দিকেই আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ
বিয়োগ সেতো অসভ্য, বহুপ্রাচীন এবং অবাঞ্ছিত।
মূলতঃ বিয়োগ থেকেই জন্মের ইতিহাস
এবং বিয়োগ মানেই তো নিঃশেষ
জন্ম এবং ধ্বংস. সে তো আকাশের মতো
যদিও আকাশ বলতে কিছু নেই, শুধু শূন্য পরিবেশ।


যোজন-বিয়োজন যেমনি হোক, দুইয়ের ঠিক
মাঝখানে বসবাস করে এক পরম অবয়ব
সে-ই স্রষ্টা, একজন প্রান্ত সেলাইকারী এবং ধ্রুব,
আর আমি কেবলই সেই অদৃশ্যের পরশের উদ্বায়ু
এবং খুবই তুচ্ছ, তাই যোগের হিসাব বন্ধ, ইচ্ছে একটাই
আগামীকাল আরেকটি বিয়োগের ইতিহাস হবো।