জানি, তুমি ভ্রম;
যেন চাক্ষুষ, কত কাছে, তবু সত্য তো এই
ভ্রান্তি তুমি শুধু সেই মরিচীকা সম।


তোমার দুচোখে জ্বলা অনুজ্জ্বল সেই যুগল
নক্ষত্র হতে ম্রিয়মাণ যেইসব আলো খসে পড়ে
করুণার বেশে;
জানি, তাও ভ্রম!


আমি জ্বরাগ্রস্ত, নাহ
বরং নেশাগ্রস্ত, বিবশ মস্তিষ্কের এমন
ফ্লিপ ফ্লপ চলন, তথাপি
নেশালোক বড় ভাল লাগে;
নির্বিঘ্নে গেয়ে যাই বিষণ্ণস্বরে_


পুড়ে ধোঁয়া উঠা মোর উষ্ণ বুকের গান,
"তুমি কি জানো জ্বর কেন ভালো লাগে আমার?
কেন ভাল লাগে এই বিবশতা, মস্তিষ্কের পিড়ন আর নেশা?
কারণ এখানেই তোমার স্পষ্ট বর্তমান,
তুমিই সুখ আর আমি ছুঁয়ে দেখি তা
এই করুণ উষ্ণ অসুখে, এই জ্বরে, এই অবসরে!"