আমি জাগ্রত পথিক,
সংগ্রামী রাজপথে সমৃদ্ধ
স্বপ্নে বাঁধানো অদম্য সাইনবোর্ড,
আমি সব্যসাচীর অবিনাশী
গল্পের বিপ্লবী বাক্যে
মহামারী আঁকা এক পিচ ঢালা রোড॥
আমি ভবঘুরে,
রাখালের ক্লান্ত বাঁশির
প্রশান্ত সব ঘোর,
আমি অসুর
আমি শত্রু
আমি বিকৃত মস্তিষ্ক
আমি রক্ত মাখানো ভোর।।
আমি বৈশাখ,
ঘন কালো মেঘ আর
বজ্রবিদ্যুতে সজ্জিত এক ঝড়,
আমি যোদ্ধা জনক
আমি পাষান
আমি নিজ হাতে রচি আমার নিজের কবর।।
আমি এক ঘুমন্ত নগর
আমি দুঃস্বপ্ন
আমি ক্ষতবিক্ষত শরীর,
আমি গদ্য
আমি পদ্য
আমি বিপ্লবী কবিতা,
সব বিদ্রোহী কবির।।
আমি প্রলাপ
আমি বিলাপ
আমি মহা প্রলয়ের
এক দুর্ধর্ষ জাত,
আমি ধ্বংস
আমি আকাল
আমি দুর্ভিক্ষ
আমি ঘর ঘরান্তে হাভাত।
আমি অমানুষ
আমি অমানুষ
আমি আমাবস্যার রাত,
আমি জলোচ্ছ্বাস
আমি জলোচ্ছ্বাস
আমি নায়াগ্রা'র জলপ্রপাত।।
আমি জীর্ণ
আমি পুরাতন
আমি অসভ্যতা চির সনাতন,
আমি প্রস্ফুটিত কমল
আমি নির্মল বায়ু
আমি সভ্যতার নব সৃষ্টি চির অম্লান চির নুতন।
আমি পুনঃ
আমি জাগ্রত পথিক,
সংগ্রামী রাজপথে সমৃদ্ধ
স্বপ্নে বাঁধানো অদম্য সাইনবোর্ড,
আমি সব্যসাচীর শ্রেষ্ঠ
গল্পের সমাপনী বাক্যে
সমৃদ্ধি আঁকা এক পিচ ঢালা রোড॥