ক্লান্ত পায়ে পথিমধ্যে দণ্ডায়মান
আমি এক নির্লজ্জ কাকতাড়ুয়া,
প্রহর গুনছি, অপলক চেয়ে
কখন আসবে তুমি!
রাত নিঃঝুম, প্রকৃতিতে অপমানের ঘ্রাণ
আমি একা দাঁড়িয়ে যেন মৃত ছায়া,
অপেক্ষা করছি, একটানা একঘেয়ে
কখন আসবে তুমি!
ধ্বসে যাওয়া অবয়বে সদা কম্পমান
জীর্ণ দেয়ালের মত একঠায় আমি, এ কেমন মায়া?
বারংবার মরছি, অভিনয়ের ঘায়ে
কখন আসবে তুমি!
কখন আসবে তুমি? রাত পোহালে!
নাকি আগামীর কোন অগোছালো সন্ধ্যায়?
কখন আসবে তুমি? শরৎ ফুরালে!
নাকি আগামীর কোন এক আনমনা বর্ষায়?
তুমি বরং হাড় কাঁপানো পৌষের রাত হয়ে এসো_
আমি পুরোনো পল্লবের মতো ঝরে যাবো,
নাহয় বসন্তের পূর্ণিমা_
আমি কবি সেজে সহস্রবার পথ হারাবো।
তুমি আসো,
তোমার গতিতেই,
ভূগর্ভে শেকড় ছড়িয়ে আমি বরং বটগাছ হয়ে যাই।
অবশেষে তুমি না আসো, ভুলে যাও আমাকে,
অযুত কিশোরী ভীর জমাবে এ গলিতেই,
সঙ্গী সহিত প্রেমালাপ করবে আমারই ছায়ায়।
তখন নাহয় তাদের মাঝে খুঁজে নিলাম
তোমার বর্তমান,
কোনদিনই আর এসো না তুমি।।।