যেখানে ইচ্ছা, ভালো থাকো। আমি স্বদেশের তরেই রয়ে যাবো।
স্বদেশের ক্রোড়ে সহস্রবার জন্ম নেবো
বিরক্তিকর ভোরের কাক হয়ে
অথবা, ধুলো হয়ে
যা আষট্টি হাজার গ্রামের মেঠো পথে পড়ে থাকে,
পরম স্নেহে অবহেলিত ছোট্ট শিশুটি গায়ে মেখে মেখে খেলবে।
মায়ের মলিন আঁচল হয়ে বেঁচে থাকবো বছরখানেক
তারপর গায়ে নকশা ফুটিয়ে, নকশী কাঁথা হয়ে
যুগে যুগে নাইয়োর সারবো
বোনের বাড়ি বাড়ি।
শালিখ, দোয়েল অথবা চড়ুই বেশে
আমি এই বাঙলার বিস্তৃত উঠানে এবং ধান, সরিষা অথবা কাউন শুকানোর বাটে নেচে বেড়াবো।
পাটগাছের শ্যামলা রঙ আর শাপলার শুভ্রতা হয়ে জেগে থাকবো মাঠে অথবা ঝিলের নিস্তরঙ্গ জলে।
অবশেষে, নাহয় বাতাস হবো
রোদের সোনালী আভা অথবা নিখাদ নীলাকাশ হয়ে বেঁচে থাকবো
এই বাঙলার প্রকৃতিতে। আমিই আবার মেঘ হবো অথবা বাঁকে বাঁকে বড় বড় সব গাছ হবো
কৃষক, রাখাল এবং পথিকরা ছায়ায় বসে গতর এলিয়ে দিবে।
আসলে, আমি কোথাও যাবো না, এ বাঙলা ছেড়ে।
তোমাদের যেখানে ইচ্ছা, ভালো থাকো। আমি বাঙলার ক্রোড়েই রয়ে যাবো।