আমার হৃদয় ব্যথা করছে, আর মস্তিষ্ক
ক্ষরন করছে অ্যাড্রেন্যালিন,
মুহূর্ত সমূহের করুন পদাঘাতে নিমেষেই
হয়ে যাচ্ছি অনিমেষ গহ্বরিভুত, খাপছাড়া ভাবে বিলীন।
বেড়ে যাচ্ছে ভয়, নেশা আর
নিদ্রাতুর এক বিবশতা পীড়ন করছে আমার
ইন্দ্রিয়গুলোকে। আমি যেন পান করেছি হেমলক,
কিংবা অসহ্য সব আফিম পান করছে বক্ষ আমার।
ভাসা কচুরিপানায় কতবার গা এলিয়েছি কিন্তু
ছায়া পাইনি, যা পেয়েছি গ্রীষ্মের গীতল
হাওয়া। আহা, এক ঢোক মদের জন্য! কত খুঁড়েছি
মাটি, তব হতে পারিনি শিতল।
আহা, বরফকুচি মেশানো একটি পেয়ালার জন্য
আহাজারি উত্তর যা পেয়েছি, ব্যথা
শুধু অনিমেষ অবহেলা। এ যেন, "যাচিয়া
অমৃত দিয়ে, যা নিলাম বিষ অযথা।