যা হবার তাই হোক,
ক্ষতি এবং সমৃদ্ধি এই দুইয়েই আমি অভিযোজিত।
আলো-আঁধার, পরস্পর বিপরীতার্থক হলেও
দুইয়ের মাঝে তফাৎ কি?
একে ঢালে আলো
আরেক ঢালে কালো,
আলো আর কালোর মধ্যকার অক্ষরবৃত্ত এবং মাত্রাবৃত্ত ছন্দ
দুই'ই প্রত্যক্ষ। তাহলে পার্থক্য!
গুণগত! বৈশিষ্ট্যগত! রূপগত!
এইসব কোন পার্থক্যকারী বৈশিষ্ট্য হলো!
আমি কবি,
'ছন্দে মিল, তো অন্তেঃ মিল' এই ভেবে সিদ্ধান্ত দিলেম,
'এই দুই পরস্পর বিরোধী হলেও, এখানেই জীবনের অস্তিত্ব।'
জীবন মানেই, "বিপরীতার্থক কিছু কথায় গাঁথা বেড়া,
যার স্বরূপ
দেয়াল রূপ,
একপাশে তার বেঁচে থাকা, আর অন্যপাশে মরা।"