আবার সে যখন আমাকে বর্ননা করল.
বৃষ্টির পতনে সৃষ্ট বুদবুদের সাথে।
আমি মেনে নিলাম,
ধ্বংস হলাম।
আবারো সৃষ্টি হলাম,
এবং ধ্বংসও হলাম।
পৌনঃপুনিক হারে যখন আমার সৃষ্টি এবং ধ্বংস চলছিল,  
ঠিক তখনই আগমন ঘটল, একদল নিন্দুকেরও।
এরা মূলত আমাকে উপহার দিচ্ছিল উপহাস, এবং
সিক্ত করছিল সমালোচনার ঝড়ে।
আমি সিক্ত হতে হতেই ধ্বংস হচ্ছি, আবার সৃষ্টিও হচ্ছি নতুন উদ্যমে।
অতঃপর,
বৃষ্টি থেমে গেল।
আমিও ধ্বংস হলাম, সম্পূর্ণ রূপেই।
এখন সে হাসছে,
বলছে, "অমৃত নীরদ জল,
মুখের কথায় কি মেলে?
চাতক স্বভাবে না হলে।
চাতক স্বভাবে না হলে।"
অতঃপর সে আমাকে আবারো বর্ননা করল,
একটা জীবন হিসেবে।
আমি মেনে নিলাম।
জন্ম নিলাম,
মানুষের কোলে।
তাঁকে আমি 'মা' বলে ডাকি।
অনেকের সাথে সখ্যতা হলো,
কেউ বাবা,
কেউ চাচা,
কেউ প্রতিবেশী, এবং
কেউ আত্মীয়।
একসময় ভালো লাগলো।
চলমান সময়ের ধাক্কায়,
আমিও চলতে লাগলাম।
খুন করলাম,
ধর্ষণ করলাম,
চুরি করলাম,
গালি দিলাম,
কষ্ট দিলাম।
আরও কত কিছু।
মূলত, উপভোগ্য কোনকিছুই বাদ পড়লো না।
ভুলে গেলাম সময়কে।
বয়স ষাটোর্ধ,
হঠাৎ
আবার ধ্বংস হয়ে গেলাম।
এবং সম্পূর্ণ রূপেই।
এখন, আবারো সে হাসছে,


বলছে, "অমৃত নীরদ জল,
মুখের কথায় কি মেলে?
চাতক স্বভাবে না হলে।
চাতক স্বভাবে না হলে।
এখন এই অন্ধকারে
আমি এখানে একা বসে,
ভাবছি,
অতীতের কথা।
" আমার পূর্ব জন্মই ভালো ছিল,
বৃষ্টি এলেই আমি সৃষ্টি হতাম।
অবশ্য ধ্বংসও হতাম।
তাতে কি?
আমার তো অন্তত পুনরাবৃত্তি ছিল!""