নীরবতায় খা খা, বিস্বাদ গ্রীষ্ম
রূপ-রস, বর্ণ-গন্ধ সব অদৃশ্য;
সব ধূসর আর শুভ্রতা তামাটে
গেরস্থালি জ্বলছে, পুড়ছে বিশ্ব।
কোথাও ছায়া নেই, ছাউনি নেই
উপরে আকাশ জ্বলছে দাও দাও;
হে অহংকারী, এবার দ্রবিভূত হও
নীলিমারা এবার ঘরে ফিরে যাও।


অভিবাদন তোমাকে, নীলনীরদমালা
মুদিত চক্ষুযূগল খুলে দাও তবে,
শুরু করো কান্না, ভেজাও পারাবার;
বিশ্বাস রেখেছি, সমগ্র কলঙ্কিত রেখা
শিথিল সব অসম্ভবে নিষ্কলুষ হবে,
শান্ত হবে বক্ষ সব তৃষ্ণার্ত আত্মার।