পট হাতরাতে গিয়ে মানচিত্র পেলুম,
তুলে নিলাম বাবার ছিন্ন আঙুল রংতুলি হিসেবে
রঙ হিসেবে নিলাম গরম রক্ত,
আঁকবো বলে সভ্যতার ছবি, বর্তমান সংস্কৃতির ছবি।


"লকলকে জিভে ছুটে ছুটে যাচ্ছে একদল মানুষ
কুকুর সদৃশ, চোখে কেবল মদমত্ততার ঝলকানি
শরীর বয়ে বেরাচ্ছে গন্ধ বিশ্বাসঘাতকতার, অবিশ্বাসের;
হিংস্র সরিসৃপের হাতে বন্দুক উল্লাস, ছিটকে বেরোচ্ছে রক্ত
সে এক ভয়ানক দৃশ্য, উজ্জ্বল নক্ষত্র ঝরছে তপ্ত পিচে
পাশে বসে কাতরাচ্ছে আরও নক্ষত্র, দাবি করছে বিচারের।
কেবলই খেমটা নাচ সবখানে, প্রবৃত্তি সব উত্তপ্ত
পার্কে, লেকে, রেস্তরাঁয় প্রেম নামে বঞ্চনা কেবল,
মরচে পড়েছে মানসিকতায়, প্রজন্মের অভিধানের পাতায়;
রাজ্যনীতি বাকলাবৃত, ধর্ম পুঁজি, পৃথিবী পাপে জর্জরিত
প্রকৃতি আশাহত, বাতাস কেবলই প্রবঞ্চিত-দুঃখিত
কেবলই হাহুতাশ, অভিশাপ আজ সমগ্র হালখাতায়।
হিংসার ফাঁদে পরে মরেছিল যে অহংকারী ভাই
তার বুকে হুল ফোটাচ্ছে রক্তভুক পোকার দল
হরতাল, মিছিল, ধর্মঘট করে মেতে উঠেছে মৃত্যু ক্ষুধায়;
ফসলের মাঠে ফসল নাই, আছে আপনজনের লাশ
নদীতো মানব ভাগার, জঙ্গলময় হিংস্র আত্মীয়ের বসতি
নিকষা জননী কেবলই আর্তনাদ করছে মুক্তির আশায়।
দলীয় কোন্দল, বিরোধী উৎপাত, ছাত্র ছাউনি অনশনে
আততায়ী নিজেই গুলিবিদ্ধ, পত্রিকার পাতা টিভির পর্দা
রক্ত প্রচ্ছদ, দাঁত দিয়ে বুক খাচ্ছে কিছু স্বপ্নাহত অনিকেত;
দেশ চালকের হাতে অস্ত্র, অস্ত্রের ঝলকানি ঝড়
সমুদ্র মথিত উত্তালতায় উন্মাদনায় ছুটছে বন্দরে বন্দরে
অদূর ভবিষ্যত দেখাচ্ছে দশ নম্বর বিপদ সংকেত।
গোপন প্রকোষ্ঠে, ঝোপের আড়ালে চুম্বন ও মন্থনের ঝড়
তৃপ্তির ফসল প্রক্ষিপ্ত হচ্ছে নর্দমায়, পাপের কান্নায়
মাটি কম্পমান, অশ্লীলতার জোয়ারে তব ভাটা পরছে ভুল;
প্রেম, তারপর ব্যার্থতার অব্যার্থ প্রতিঘাত, বিদীর্ণ করে অনুভূতি
নিকোটিন, অ্যামোনিয়া, কোকেইন, মরফিন, প্যাথেড্রিন
এর ছোবলে বিমর্ষ চিত্তে ঝরে সব সুগন্ধি ফুল।
শ্যামল মানচিত্র লুটে চেটে পুটে খাচ্ছে কিছু নারকীয় কীট
বর্তমানের খুপরি কেটে কেটে সঞ্চয় করছে ইতিহাস
অঙ্কুরিত তৃণের ডগায় জমাচ্ছে ফোঁটা রক্ত শিশির;
মহত্ব ভুলে গেছে মহাত্মা, সকলেই পাড়ি দিচ্ছে রক্ত প্রান্তর
মানচিত্র একদমই মুছে ফেলেছে উদারতা, স্বার্থের অস্ত্রে
খুন হচ্ছে মানবতা, কপোত ছেড়ে বিবস্ত্র হচ্ছে শরীর।
দেবতার তুষ্টিতে বলি হচ্ছে জীবন, সনদ পত্র তৈরি হচ্ছে
নীল হলুদ আর্ট পেপার, মুকুলেই ঝরে যাচ্ছে ফুল
গঞ্জিকার বিষে বাষ্পিভুত প্রকৃতি, চারধারে মৌন মিছিল;
সংরক্ষিত শস্যের মূল্য সংকট, মধ্যবিত্ত পোড়ছে দৈন্য ক্লেশে
কৃষক শ্রমিক পেট পুরে খাচ্ছে হাওয়া
মাটিতে মুখ থুবড়ে পরছে রাষ্ট্র, রাষ্ট্রনীতি অস্থির এবং পিচ্ছিল।"


রুদ্ধ সকল স্বাধীনতার দ্বার, নষ্ট সভ্যতায় পৃষ্ট সংস্কৃতি
প্রতিবেশী সমালোচনায় উন্মুখ, বলছে ডেকে
"তোমাকে ধিক্কার হে কবি।"
পট হাতরাতে গিয়ে মানচিত্র পেয়েছি, তুলি হিসেবে ছিন্ন আঙুল
রঙিন রক্তে এঁকে যাচ্ছি সভ্যতা ও সংস্কৃতির ছবি।