হঠাৎ ভীত আমি, চোখ তুলে তাকাতেই
হয়তো ধরা পড়ে যাব, সেই সদ্য প্রস্ফুটিত
জোড়া ঠোঁটের কোণে, চোখের ইশারায় অথবা
সেই বনলতা সম কোমরের বাঁকে।
মোমমোম মাংসপেশী, যেন রোদ্দুর ঝলমল রঙে
সাজিয়েছে কেউ,
আমি তো রোদ কুড়িয়ে বেড়াই, তাই ছুঁয়ে যাই,
অনবরত সেই অনবদ্য তুমিকে।
কিছু রঙ দিয়ে দাও, আমি মুঠো ভরে উড়ে যাই
আমার অনুভূতির সেই বিস্তৃত আকাশে।
তারপর? তারপর, আমি যেন অপরাধী_
অযাচিত সন্ধ্যের ঝড়ে উড়ে যায় স্বপ্ন,
বিশাল ডানা মেলে একসময় শেষ আমার, সেই শূন্য;
এসব যদি অপরাধই হয়, তবে নাহয় অপরাধী আমি,
অপরাধ! ঘোলা আলোর গায়ে  পাপ আর পুণ্য
একদিকে গীতা অন্যদিকে কাম!