কোথা হতে একদিন ধরা দিলো ছাদে
পরে গেল পাখি সেই পরাধীন ফাঁদে
জুটল না বর্ণময় নীলতরা আকাশ
বন্দি হয়ে সারাদিন করে হাঁসফাঁস
দেখে তাকে হয় আমার করুণা প্রচুর
নেই সাধ্য দিতে তাকে স্বাধীনতার সুর
কিছুদিন যেতে যেতে মানিয়ে নিলো সে
ছোলা আর পেয়ারাতে বশ্যতা দিলো যে
রোজ দেখি আর ভাবি দোষ কি যে তার
আমি ও যে খুব দোষী পারছিনা আর
বিবেক আমার জাগে যদি দেখে খাঁচাকে
পারবো কি শিকল খুলে পাখির জীবন বাঁচাতে