কিছু হাত আকাশ ছোঁয়ানো,
        শানিত কিছু মুখ…
ক্ষণে ক্ষণে চিৎকার করে ওঠে
                      আন্দোলন।।


       তাদের ব্যস্ততা,
কিছু আঁকিবুকি কাটা চোখ!
        অস্থির,হিংস্র
অতল মর্মস্পর্শী তাদের চাহনি;
    পতিত বজ্রের চেয়েও তীক্ষ্ণ।
মাঝে মাঝে নিশ্চুপ হয়ে যায় জনতা,
             ফের চিৎকার করে ওঠে…..
                              আন্দোলন।।


       কিছু আবেগের স্পর্শ;
কিছুটা অবহেলায় মাখা জেদ।
কখনো পাশে থাকার অঙ্গীকার,
    কখনো প্রয়োজনের তাগিদ।
বা বাঁচতে চাওয়ার দুঃসাহসিকতায়!
              অবাঞ্ছিত কিছু হাত,
                   আবার ওপরে উঠে।
মিশে যাওয়া কিছু আওয়াজ,
        ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে…
                      আন্দোলন।।


আমি জানি,
         একদিন ঠিক মিশে যাবো;
ওই মানুষ গুলোর আগুছালো..
                   ইচ্ছার সাথে।
তারপর ছোট ছোট পায়ে,
           এগিয়ে যাবো সুনামির মতো!
ভেঙে গুঁড়িয়ে দেবো..
                  মিথ্যার ইমারত।
ছুঁড়ে দেবো মুষ্টিবদ্ধ হাত,
             অসহায় মানুষের দিকে।
বিশ্বাস অটল কিছু বুক,
         কিছু শুষ্ক চোখের নালা,
ক্ষিপ্রতাপ্রবন কিছু মুখ'
তাই ক্ষণে ক্ষণে চিৎকার করে ওঠে…
                     আন্দোলন।।