নিষ্টুর মেঘের ডাকে,
ভাঙ্গল খোকার ঘুম।
নদীরকুলে পাখিরা,
নীরব-নীরঝুম!
      নৌকামাঝি ফিরলো ঘাটে,
      সবাই রহে আপন বাটে।
      জেলেরা জাল ফেলে,
      একলা মনে গানের ছলে।
পথ ডুবেছে জলের ভারে,
একলা বাউল গান ধরে।
পাখির নীড় ধরার পরে,
চিলে-কোঠাঁই জল পরে।
     আকাশ কেঁদে শান্ত হল,
      ধরা তবু এলোমেলো।
      আলোররাশি দীপ্ত হল,
      চিলে-কোঠাঁই জল শুকালো।