আমি ধরাবাধা কোন নিয়ম মানি না,
কখনো কখনো তোমার প্রশ্ন,
এটা কেন! কেন, এসব কেন  
প্রশ্নের যথার্থ উত্তর হয় না জানো?
ব্যাকরণ এক বিশেষ নিয়মে চলে
গণিতের মতই বলতে পারো
কিন্তু, আমার কোন নিয়ম নেই সংস্কার নেই! বৈষম্য নেই!

ব্যাকরণে দাঁড়ি আর দাড়ি দুটো শব্দের উচ্চারণগত মিল থাকলেও..
অর্থের তফাৎ আকাশ পাতাল
কিন্তু, দাঁড়ি আর দাড়ি শব্দে পরাশ্রয়ী বর্ণটি সাবধানে বসাতে হয়
কিন্তু, আমার কোন সাবধানতা নেই
কোন ধরাবাধা নিয়মে আবদ্ধ নই আমি কখনো ...