আলোয় সেজেছে শহর
বাকি মাত্র একটি প্রহর
তারপর বড়ো দিন
বাচ্চারা সব নাচছে তা তা ধীন।


বড়ো লোকেদের এই বড়ো দিনের উৎসব,
এই দিন  স্যান্টা ক্লজ নাকি দিয়ে যায় কত শত উপহার সব।


আমি তো গরীব ঘরের মেয়ে
স্যান্টা ক্লোজ দেখিনি জীবনে


ইচ্ছে পূরণের ঝুলি নিয়ে কেউ তো আসেনা,
মনের মাঝে সুপ্ত ইচ্ছা কেউ তো বুঝেনা।


শহরে আজ বড়ো দিনের বড়ো চমক,
আবদার করলেই আমার কপালে জুটে অজস্র ধমক।


ইচ্ছে আমার স্যান্টা ক্লজ সেজে গ্রামের ওই ছোট্ট  বাচ্চাদের ইচ্ছে পূরণ করা,
সপ্ন যেন সপ্ন ই না থেকে বাস্তবে দেয় ধরা।