নব বর্ষের উপহার
________________


কলমে_পূজা চক্রবর্তী


আজি নব বর্ষের নব প্রভাতে,
পুলকিত মন রঙিন অভাতে।


পাখিরা সব আকাশে উড়ছে ঝাঁকে ঝাঁকে,
আমার ঘুম ভেঙে যায় পাখির ডাকে।


চোখ মেলে দেখি চেয়ে,
ঐ দূরে দাড়িয়ে আছে একটি মেয়ে।


খানিক বাদে এগিয়ে গিয়ে জিজ্ঞাসিলাম তারে,
কে তুমি? কিসের লাগিয়া দাড়িয়ে এই পুরনো মন্দির ধারে?
বললো সে হেসে হেসে; চিনিলি না মোরে?


আমি যে তোর দুঃখ , কষ্ট আর হতাশা।
আমার গুকে নতুন বছর দেখবি কত নতুন নতুন আশা।


আমি যে তোর মনের ভিতরের লুকোনো সেই গভীর যন্ত্রনা।
আমায় এবার মুক্তি দিয়ে নতুন বছর জীবনটাকে নতুন করে সাজাবি না?


তাই তো এসেছি এই পুরনো মন্দির ধারে,বিলীন হতে মায়ের দুয়ারে,
নতুন বছর, নতুন সপ্ন ,নতুন আশা ,সঙ্গে অনেক ভালোবাসায় ভরিয়ে দিলাম তোরে।