এই প্রকৃতির বুকে  আজই হয় ,যদি আমার শেষ দিন,
থেকে যাবে তবে সহস্র অদৃশ্য ঋণ।
আমি কিছু চাই না, কভু চাইনি,
কেবল ফিরতে চাই মায়ের কোলে,শেষবারের মতো শুনতে চাই বকুনি।

বাবার চোখের দিকে তাকিয়ে বলতে চাই ধীরে,
ক্ষমা করো , অশ্রুর নীড়ে।
আমি ছিলাম এক রঙিন ঘুড়ি, স্বপ্নের টানে উড়েছি,
বিপদের আঁচ পায়নি মন, কেবল আকাশ ছুঁয়েছি।

তবুও তুমি ছিলে পাশে, প্রতিটি ঘূর্ণিতে স্থির,
যেন বটগাছের ছায়া—শান্ত, নির্ভর, নিরবধি ধীর।

আর তুমি,  প্রিয়, তোমার কাছে চাইবো
শেষ বারের মত সেই চিরচেনা ডাকটা "পাগলি মেয়ে"
যেটা শুনলেই আমার পৃথিবী হেসে উঠত,
যেমন শিশির ভেজা ঘাসে সূর্য হেসে ওঠে ,
সেই মধুর ডাকে, সমস্ত কষ্ট ঝরে পড়ে শরতের পাতার মতো।

আমি থাকতে চাই তোমার হৃদয়ের এক কোণে
যেখানে ব্যথা নয়, শুধু স্মৃতি জমে,
যেমন ভালোবাসায় প্রতিচ্ছায়ায় নদীর তীরে,
নুড়িপাথর সাজিয়ে রাখে কেউ নিভৃতে।

প্রিয়, চলবে কি একটুখানি, হাত ধরে প্রান্তরে পথে ,কিংবা নদীর পারে ?
যেখানে হাওয়ায় তোমার চুল এলোমেলো হয়ে নৃত্য করে,
যেখানে রোদ এসে ঝরে পড়া পাতার মত,স্মৃতি টুকু হৃদয়ে গেঁথে
যেতে চাই বিধাতার দেশে, শোকে নয়, উৎসবে মেতে।