বন্ধু দীপঙ্কর
___________
কলমে_পূজা চক্রবর্তী


সে ভীষন শান্ত শিষ্ট নম্র ভদ্র ছেলে,
লোকে তাকে ডাকে দীপঙ্কর বলে।


গ্রাম তার ডাউয়াগুড়ি,
প্রিয় খাবার ভেলপুরি।


তার ভীষন প্রিয় বিরিয়ানি,
সে একটু জেদি,আর অভিমানী।


সকল বন্ধুদের নয়ন মনি,
তার গুপ্ত ছদ্ম নাম রণি।


সে ভীষন ভালোবাসে গান,
তার মা_ই তার জীবনের প্রাণ।


কথা দিয়ে করে না খেলাপ কথার,
অপূর্ব আকর্ষনীয় তার মধুর ব্যাবহার।


সকল কে সাহায্য  এর জন্য বাড়িয়ে দেয় তার হাত,
মাঝে মাঝে ঘুমহীন চোখে  কেটে যায় তার কত অগণিত রাত।