অধিকার


পূজা চক্রবর্তী


আমার কি আছে অধিকার?
তোমার সম্মুখে দাড়াবার?


আমি নয়তো তোমার আপন জন
কেমনে বুঝবো সখা তোমার মন


আমার কি আছে অধিকার?
তোমার মনের সিংহাসনের রাণী হবার?
আমার কি আছে অধিকার?
তোমার মূখে স্নেহের বাণী শুনবার?


না নেই কারন ঘটেছে আমার অঙ্গবিকার
তাই নেই বূঝি আমার কোনো অধিকার


ওহে সুস্থ স্বাভাবিক মানুষ তোমরা বুঝলে না
মরুভুমির পাথর হওয়ার মনের যন্ত্রনা


তোমরা কি শুনতে পারছো না অসহায় প্রতিবন্ধী মানুষদের র্আতনাদ


কেনো নেই তাদের কোনো অধিকার?
কোনোদিনো কি পূরণ হবে না প্রতিবন্ধীদের মনের সাঁধ!