অভাগী
কলমে_ পূজা চক্রবর্তী


ভাগ্য তো তোর ছিলোই ভালো
নিজের দোষেই সব বদলে গেলো।


একসময় ছিল তুই সকলের নয়নমনী,
ভাগ্যচক্রে হইলি এক অভাগিনী।


ভালোবেসে  পরান দিলি,
বিনিময়ে কিই বা পেলি?


ভালোবেসে জীবন টারে করলি তুই শেষ,
বিনিময়ে  এ জীবনে পেলি শুধু দুঃখ ক্লেশ।


অতিরিক্ত বিশ্বাস ,ভালোবাসা ,প্রেমের ফলে,
এই জীবন তোর বৃথাই চলে গেল জলে।


সত্য কথার বিনিময়ে পেলি শুধুই অপমান,
জীবনে কি কোনো দিন বিসর্জন করিস না নিজের আত্মসম্মান।


মনের মানুষ তোরে যদি সত্যই ভালোবাসতো,
তবে কি তোর জীবন খানা এইভাবে শেষ হতো?