কবিতা -- অতীত


কলমে -পুজা চক্রর্বতী


অতীত যে সব হারিয়ে গেছে
তাকে কি আর পাবছ খুজে?


অতীত তো সব বৃথা স্বপ্ন
তাকে কি কেউ রাখে মনে?


অতীত কারোর হৃদয় ভাঙ্গে
আবার , কারোর মনে আশার আলো আনে


বর্তমান কে জড়িয়ে রেখে
ভবিষৎ কে সুন্দর করতে


যে সব কথা ভুলতে হয়
সেই আমাদের অতীত


অতীতের জন্য বর্তমান যদি হয় নষ্ট?
তবে কি হবে না তোমার কষ্ট?