রহস্যময় আজব জীবন


কলমে--পুজা চক্রবর্তী



চলতে চলতে মন.  হারিয়ে যায় কখন?
বুঝে উঠতে উঠতে কেঁটে যায় এ জীবন


হয়তো জীবন যুদ্ধে কেউ যায় হেরে,
কেউবা আবার বেঁচেও থাকে মরে।


জীবন তার আনন্দময়ী ,জীবন যুদ্ধে যে হয় জয়ী,
কঠোর পরিশ্রমে হয়তো কারোর জীবন আজও রক্তক্ষয়ী।


কেউ খুবই কল্পনা প্রবন ও  ভীষন অলস,
হয়তো কেউ আবার জল আনতে ভাঙ্গা কলস।


কেউ ভালোবাসে নাচ ,কেউ আবার গান,
কেউ হয়তো ভালোবাসে কেবলি সুরা পান।


স্বাথের জন্য কেউ কেড়ে নেয় অন্যের প্রাণ,
কেউ আবার অহংকারে গায় নিচের গুনো গান।


কেউ সারাজীবন কাটিঁয়ে দেয় ভগবানের চরনে মাথা ঠুকে,
আজব, তবুও এটাই এক বৈচিত্র্য ময় জীবন বটে।


কেউ খুব সরল মনের ,কেউ আবার পাথরের চেয়েও পাষান হয়
মানুষের মন বুঝা সহজ নয়, এই আজব জীবন বড়োই রহস্য ময়।