শিক্ষক দিবস
____________


শিক্ষক মানে-" জীবনে এগিয়ে চলার অনুপ্রেরণা দায়ক"।
শিক্ষক মানে - " জীবনের সঠিক পথ প্রদর্শক "।।


শিক্ষক মানে - " সত্য নির্ভীক আদর্শেরই প্রতীক"।
শিক্ষক বিনা শিক্ষাদানের নেই তো কোনো গতিক।।


শিক্ষক মানে -" প্রজ্জ্বলিত জ্ঞানের প্রদীপ"।
শিক্ষক মানে - " ছাত্র ছাত্রীর একমাত্র ভরসার প্রদীপ"।।


শিক্ষকের কাছেই সমস্ত ছাত্র ছাত্রীর দীক্ষা।
শিক্ষক মানে - "নিত্য নতুন শিক্ষা"।।


শিক্ষা দানে রত শিক্ষক বলেন সর্বদা_
"পাঁচ জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা,"


শিক্ষকের কণ্ঠে আমি শুনেছি বারংবার  _
_এক বারে না পারিলে দেখ শত বার৷"


এই ধরাতলে শিক্ষক আছে যত,
আমি প্রণাম জানাতে রত ,মাথা করি নত।।


             📝🖊️পূজা চক্রবর্তী