তীর ভাঙ্গা ঢেউ
  কলমে__   পূজা চক্রবর্তী


শান্ত মনের অশান্ত কথা,
বন্দি পাখির মনের ব্যাথা।
বোঝেনা তো এ জগতের কেউ,
তাই সাগরে আসে তীর ভাঙ্গা ঢেউ।


পাষাণে খুটিলে মাথা,
তবু হয় না তো এত ব্যাথা।


যে ব্যাথা তুমি দিলে এনে,
আমার কোমল হৃদয়ে আঘাত হেনে।


কিছু কথা অব্যক্ত থেকে যায়,
মুখোশের আড়ালে অভিনয়ের  পটভূমিকায়।


কিছু অব্যার্থ প্রেম অসমাপ্তই রয়ে যায় ,
বাস্তবিক নাটকীয় যবনিকায়।