ওরা জানতো না  
"অভিমান" কাকে বলে?
ওরা জানতো না
"বিচ্ছেদ" কাকে বলে?
ওরা জানতো না
"বিরহ বেদনা" কাকে বলে?


ওরা কেবল জানতো
নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে,
ওরা কেবল জানতো
সবাইকে হাসি খুশি রাখতে,
ওরা কেবল জানতো
সকলকে আপন করে নিতে,


ওরা কি  সত্যিই মূর্খ ছিলো?
নাকি ওদের ছিলো কোনো ভুল?


ওরা  জানতো না
"প্রতারণা" শব্দের অর্থ কি ?
ওরা জানতো না
"বিশ্বাসঘাতকতা " কি?
ওরা জানতো না
"বিলাস বহুল জীবন"  কি ?


ওরা কেবল জানতো
সরল মনে সবাইকে বিশ্বাস করতে,
ওরা  কেবল জানতো
রক্তক্ষয়ী পরিশ্রম করতে,
ওরা  কেবল জানতো
দারিদ্রতার সঙ্গে লড়াই করতে,


ওরা কি সত্যিই মূর্খ ছিলো?
নাকি ওদের ছিলো কোনো ভুল?


ওরা জানতো না
"প্রতিশোধ" কাকে বলে?
ওরা জানতো না
"অভিনয়"  কাকে বলে?
ওরা জানতো না
"মিথ্যে প্রতিশ্রুতি" কাকে বলে?


ওরা কেবল জানতো
  অনুরাগে ক্ষমা করতে ,
ওরা কেবল জানতো
সর্বদা সত্য কথা বলতে,
ওরা কেবল জানতো
  প্রতিশ্রুতি রক্ষা করতে,


ওরা কি সত্যিই মূর্খ ছিলো?
নাকি ওদের  ছিলো কোনো ভুল?


ওরা জানতো না
"শঠতা" কাকে বলে ?
ওরা জানতো না
"আক্রোশ" কাকে বলে ?
ওরা জানতো না
"রাজনীতি" কাকে বলে ?


ওরা কেবল জানতো
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে,
ওরা কেবল জানতো
ভালোবাসায় আগলে রাখতে,
ওরা কেবল জানতো
নিঃস্বার্থ ভাবে সাহায্য করতে,


ওরা কি সত্যিই মূর্খ  ছিলো?
নাকি ওদের ছিলো কোনো ভুল?